যতই ভাবি নিজেদের জ্ঞানের ভান্ডার!
ডুবে আছি ঘনঅন্ধকার শির্কের ভিতর!
ভুলেই গেছি, একজন রয়েছেন উপর।
বিচার করবেন তিনিই একদিন সবার।
কল্পনায় পোদ্দার সেজে কতকি ভাবি,
নিজেকে ক্ষমতাশালী বলে করি দাবী!
ভয় দেখিয়ে উড়িয়ে দিতে চাই সবই!
অথচ, মূর্খদের মতন খাচ্ছি শুধু খাবি!
উদ্ভব করে ফেলি! কল্পনায় দোয়েল,
অমিত্ররে করতে থাকি নিয়ত ঘায়েল!
রচনা করি গোপনে মহাসুখের বলয়!
ভুলেই যাই, দিতে পারেন প্রভু প্রলয়।
যতই তুমি টিপিটিপি খেল লুকোচুরি!
প্রকাশ করেন তিনিই, যার নেই জুড়ি।