এ বেলার ঈদে প্রিয়জন কাঁদে
কাঁদে সন্তান হারা মা,
ঘরে ঘরে বাজে বিষাদের সুর
তবু দানবেরা থামে না!


কোরবানী করি বনের পশুরে
লক্ষ টাকার দামে,
খোদার কালাম ভুলে যাই আজ
জ্ঞান গরিমার নামে!


আকাশের চাঁদ যদিও বা হাসে
হাসে না জীর্ণ পাতা,
ফুলের পাপড়ি ঝরে অনাদরে
কে শোনে কানন ব্যথা।


রুগ্ন সমাজে আসে উৎসব
আসে নীড়ে ধর্মাচার,
অথচ বসুধা খুন রাঙা আজ
তেড়ে আসে পাপাচার!


হে দয়াল প্রভু, উৎসব দাও
জনে জনে সরা-সরি,
হৃদয়ের মাঝে জ্বেলে দাও আলো
মনের পশুরে যেন কোরবানি করি।