বুকে ঝুলে সেবকের পরিচয় পত্র
দু’হাতে শোভা পায় নিপীড়ন যন্ত্র!
মুখে মুখে আওড়ায় মুক্তির মন্ত্র
জমিনে বিছিয়েছে মানুষের তন্ত্র!


মানুষ কি জানে, কিসে তার মুক্তি!
যার মাঝে নেই মোটে স্রষ্টায় ভক্তি!
চিন্তার জগৎ যে করে না নিয়ন্ত্রন
কি করে বুঝবে সে মানুষের মন!


অন্তর্লোকে কার বসে আছে অপরাধ
কার মাঝে সক্রিয় সত্যের বুনিয়াদ,
কেমনে বুঝবে সে, কোন পথে মঙ্গল?
তাই তো জনপদ হয়ে যায় জঙ্গল!


বলিষ্ঠ কলমে লিখি বিদ্রোহী কবিতা
অলক্ষ্যে বসে হাসে বিশ্বের বিধাতা!
স্বয়ং শ্রেষ্ঠ ভেবে স্রষ্টাকে দেই চোট!
ক্ষমতার আধার ভেবে চাই গণভোট!


দিনে দিনে ক্ষয়ে যায় সকল মূল্যবোধ
সভ্যতা ধ্বংস করে কে নেয় প্রতিশোধ?
সময় এসেছে দ্বারে, নতুন বার্তা নিয়ে
হৃদয় সাজাও প্রিয়, সত্যের আলো দিয়ে।