হৃদয়ে পুঞ্জিভূত আক্ষেপের স্তুপও
ক্ষণে ক্ষণে আওয়াজ তুলে অধিকারের!
স্বপ্নহীন মানুষও স্বপ্ন দেখে বেঁচে থাকার!
অপবাদের বোঝা সাগরে তলিয়ে দিয়ে
শির উঁচু করে নতুন করে বলতে চায়-
জীবন হোক আগের মতই বিবেকবান,
হৃদয় থাক অম্লান, যেন জাগ্রত স্বপ্নযান।
সচেতন মন আশাবাদী হয়ে বলতে চায়,
দেশ-জনতা, অভিমান ভুলে জাগ্রত হোক।
কাঠামো জিন্দা রেখে এগিয়ে যাক লোক।