আর কত ঘুম!
অমানিশার গভীর রাতে উঠেছে
জীবন ঘাতী প্রলয়ংকরী ঝড়!
তোমার স্বজন প্রতিবেশীর প্রতি
কি তোমার কোন দায় নেই?


হে তরুণ-যুবক,
তোমার শক্তি সাহস মেধা দিয়ে
অমানিশার আঁধারে রুখে দাও প্রলয়!
উজ্জীবিত করো আত্মরক্ষার কৌশল রপ্ত করতে।


কান্ডারী হয়ে যাও বিপদগ্রস্ত জনপদে,
নতুন সূর্যোদয় পর্যন্ত পাশে থেকে
আত্মবিশ্বাসী হতে বাড়িয়ে দাও সাহায্যের হাত,
নব রবির প্রভায় তাদের আলোকিত হতে
শ্রেষ্ঠ সেবকের ভূমিকায় নেমে যাও।


এখানেই লুকিয়ে আছে মুক্ত, নিরাপদ জীবনের ঘ্রাণ।