নতুন প্রজন্ম খেয়ালের দাস!
মানুষের কষ্ট দেখে ওরা অশ্রু ঝরিয়ে
পর্দার আড়ালে করে ঘৃণার চাষ!  
হৃদয়ে পোষণ করে নিন্দিত অভিলাষ!
মুখে বলে, মানি কোরানের বাণী-
পর্দাপ্রথাকে ভাবে স্বাধীনতা হানী!
প্রভুর বিধানকে ভাবে পেষণ যন্ত্র-
ভোগ আর বিলাসিতাই জীবনের মন্ত্র!
সংযমহীন রোজা রেখে করে অহম!
যাকাতের হুকুমে ওরা নাখোশ চরম!
হজ্জ কে মনে করে বিশাল পদবী
ঘর জুড়ে রাখে কত প্রাণীদের ছবি!
মরণকে বরণ করেও মানে না পরকাল!
বেহেস্ত-দোযখের কথায় হয় নাকাল!
প্রতারণায় ব্যস্ত থাকে সকাল-বিকাল!
অন্তর জুড়ে বিশ্বাসের ভীষণ আকাল!
এই হলো আমাদের আজকের হাল!
শরাবের নেশায় থাকি নিরন্তর টাল!