বাংলাদেশে বসত করে
হরেক রকম পাখি,
চলো তাদের আদর করে
হৃদয় ভরে রাখি।


শালিক, ঘুঘু, সাত ভায়রা
বুলবুলি আর পাপিয়া,
বাকুম বাকুম ডাকে পায়রা,
উড়ছে দোয়েল, টিয়া।


কাক, ফেঁচকে আর কোকিলা  
দেখতে খুবই কালো,
হলদে পাখি, মাছরাঙাটা
মন রাঙিয়ে দিলো।


বক, বেলেহাঁস, কাঠ ঠোকরা
আরও হাজার পাখি,
আনন্দ দেয় বাবুই, চড়ুই
কিচির মিচির ডাকি।

ভুল করেও জীবন তাদের
করবে না কেউ শেষ,
কষ্ট পেয়ে নষ্ট হবে
দেশের পরিবেশ।