আকাশ জুড়ে মেঘ লেগেছে
ঢেকে গেছে চন্দ্র তারা,
শ্রাবণ দিনের ঝর্ণাধারা
ঝরবে বুঝি বাঁধনহারা!


টাপুর টুপুর মিষ্টিসুরে
ছন্দে ছন্দে আত্মহারা,
বৃষ্টি এলে টিনের চালে
মুগ্ধ যুগল পাগলপারা!


রাত্রি শেষে সূর্য হাসে
মাতাল করে পাগলা হাওয়া,
আছড়ে পড়ে ধানের শীষে
শীতল করে সবুজ ছায়া।


মাঠে মাঠে কিষান রচে
গুপ্ত মনে সুপ্ত আশা,
উঁকি দেয় মন ময়ুরী
হৃদয় ভরা ভালবাসা।


সাঁঝ না হতে আসর জমে
উঠোন জুড়ে চাঁদনী রাতে,
প্রিয়জন স্বপ্নে বিভোর
রূপকথারই গল্পে মেতে!