একটা ভয়ঙ্কর অস্থিরতা সংক্রামক ব্যাধির
মত ছড়িয়ে পড়ছে বিশ্বলোক!
অথচ, শতাব্দির ঘুমে অবচেতন হয়ে আছে
তীক্ষ্ণ জনতার সন্ধানী চোখ!


একি স্রষ্টার অভিশাপ! নাকি আড়ালে বসে
কল-কাঠি নাড়ে নষ্টলোক?
থমকে যায় জনপদ, আঁৎকে উঠে সভ্যতা,
ভয়ে নিস্পন্দ হয় ভূলোক!


মানুষ যখন শয়তানের দাস, হিম্মৎ হারায়
আলোকোজ্জল উচ্ছল প্রাণ,
নিভে যায় প্রদীপ্ত শিখা, হারায় জ্যোতির্ময়
প্রেম, প্রেমী হয় নিষ্প্রাণ!


অনাসৃষ্টির নীরব সাক্ষী হয়ে করেই গেলাম
সার্বভৌম স্রষ্টাকে অপমান!
এতো আমারই আক্ষমতা, স্থবির সত্তা আমি
কি করে করব অভিমান!


ক্ষমা কর প্রভূ জমিনের সাথে করিয়া সন্ধি
জীবনে করেছি বিশাল ভুল,
মুক্তি কর না রদ; ছিনিয়ে নিও না দুগ্ধহ্রদ
অসফল হবো হারিয়ে কুল!