অতীত সরণিতে ছড়িয়ে রয়েছে বেদনার ইতিহাস!
প্রতারিত হয়ে স্বপন খুইয়েছি, বাকি নেই অভিলাষ!
জীবনের সাথে করিয়া সংগ্রাম, আজ আমি হীনবল;
রাবনের চোখে দেখিয়াছি ঘৃণা, দেখিয়াছি শুধু ছল!

আকাশের মত উদারতা ছিলো, ছিলো মনোরম রঙ;
বারে বারে শুধু খেয়েছি হোঁচট! দেখিয়া বাহারি ঢঙ!
দেখেছি তাদের সাজানো বাগানে লাঞ্ছিত কত ফুল!
প্রতি পলে পলে ফুটিয়েছে কত বিষ মাখা শত হুল!

বাধাহীন পথে করিয়াছো খেলা, শূন্যে মেলিয়া ডানা
অবনীর বুকে জোটেনি কখনো অনটন নামের হানা!
তাই তো বোঝনি দুখের বেদনা করিয়াছো অবহেলা,
হওনি নিরাশ দেখে পরাজয়, সুখেই কেটেছে বেলা।

ভালো থেকে প্রিয় করে সম্ভোগ, সুখ নাও অবিরাম;
নষ্ট হয়েও তুমিই তো মহান, তোমার যত শুভ নাম!