চাওয়া-পাওয়ার প্রবণতা বেড়ে যাবে
সংক্রামক ব্যধির মত ক্রমাগত ভাবে
সমাজের আবাল-বৃদ্ধ-বনিতার মাঝে!


বাড়বে অসহিষ্ণুতা, বাড়বে অস্থিরতা!
ছেড়ে দিয়ে তেড়ে ধরা ততো সোজা নয়!
সবাইকে ভাবতে হবে তাই ঠান্ডা মাথায়।
আর কতটা বাড়তে দিবো অবক্ষয়!
তলানীতে ঠেকে গেলেও বুঝি কখনো
স্পর্শ করবে না আমাদের অন্তর্লোক!


সবলদের বলি, দৃষ্টি অবনত করো;
বৈধ পথে যা সহজেই পাওয়া যায়,
কেন চাও তারে তুমি ছিনিয়ে নিতে!
অবাধ্য চেতনাকে নিয়ত বশে রেখে
সুন্দর-সুস্থ জীবনের স্বপ্ন দেখো।


আকর্ষনীয় করতেই বিধাতা দুর্বলদের
দৃষ্টিনন্দন করেছেন সৃষ্টির প্রয়োজনে।
তাই বলে স্বেচ্ছাচারিতা করতে হবে!
শান্তি তখনই আসবে জগতে, যখন
বিনা বাক্য ব্যয়ে বিধাতার বিধান
নির্ভুল ভাবে সবাই মেনে নিবে।