নিন্দুকেরা বলছে ওরে, দেশের বারোটা বাজে!
আমি বলছি,  ঈমানটারও তেরো বেজে গেছে!
সবাই বলে লাফিয়ে লাফিয়ে পণ্যমূল্য বাড়ছে!
তারা কিন্তু বলে কয়েই, অত্যাধিক দাম নিচ্ছে!
তবে ম্যাচের বাক্স খুলে দেখি অর্ধেক কাঠি নেই!
তাই দেখে গিন্নি আমার, হারিয়ে ফেললো খেই!
বিস্কুটের গায় মাখন মেখে, আগে নিত যে দাম,
দাম বেড়েছে কম বটে তবে মাখনের নেই নাম!


চাই না কারো সিংহাসনটা বুঝি না রে রাজনীতি;
বাঁচার তাগিদে ত্রুটির বিরুদ্ধে করছি মাতামাতি!
আমি চাই আগের মতই জ্বলুক সবার ঘরে বাতি,
ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, আমার দেশের খ্যাতি।
কেউ যেন না বলতে পারে ভরেছে দেশটা চোরে,
সুখের খবরে ভরে যাক দেশ নতুন কোন ভোরে।