আমরা কি স্রষ্টার ক্রোধ থেকে নিরাপদ?
এসো না প্রশ্ন করি নিজেই নিজেকে।
আমার জ্ঞান কি এতই সমৃদ্ধ? স্রষ্টার চেয়েও?
যার ক্রোধ থেকে আমি মুক্ত নই,
অথচ তার সাথেই করি নিষ্ঠুর রসিকতা!


নির্ঘুম রাত যখন কানে কানে বলে-
তুমি কি জানো আমার বেদনার  রহস্য?
প্রলম্বিত হয় আমার অজানার দীর্ঘ তালিকা!
রাতের অন্ধকার চেপে বসে হৃদয়ের গভীরে!
তবুও করি না সন্ধান আলোর ফোয়ারা!


তাইতো আলোকিত মানুষের আজ বড় টান!
রহস্যের চাদরে ঢেকে আছে স্রষ্টার প্রকাশ!
যেটুকু করেছি অর্জন কিংবা পেয়েছি কুড়িয়ে  
অথবা, হয়তো বা সেটা ছিল কারো দান;
তাই নিয়ে করি কত জ্ঞানের অহম!


হে প্রভু, ক্ষমা করো তোমার সত্তার সম্মানে;
আমরা করেছি কত যে ভুল অসংখ্যবার!
আমার জানা নেই, সময় আর পাবো কিনা;
তাই যারা চাই, অন্তত তাদের তরে চাই ছাড়,
কারণ, আমি দুর্বল-শক্তিহীন, ছাড়ি না হুঙ্কার।