ঝিরিঝিরি বৃষ্টিতে শুনি আমি, সৃষ্টির সুরেলা গান;
আবেগী সেই সুরে বিবাগীরা করে বুঝি অভিমান!
গুরুগুরু গর্জনে কৃষ্ণমেঘের দলে চালায় অভিযান,
যে দিকে চাোখ যায়, দেখি শুধু নিসর্গের নগ্ন স্নান।


গবাক্ষে অভিসারী খুঁজে ফিরে মনোহারী প্রতিক্ষণ!
ঘুচিয়ে ফেলতে চায় বুঝি হৃদয়ের সমস্ত ব্যবধান!
দিতে চায় উজাড় করে, সঞ্চিত ভালবাসার সন্ধান
লুকিয়ে রাখতে চায়, বুকের গভীরে তার প্রিয়জন।


এই মিষ্টি দিনে প্রেয়সী প্রিয়কে পেতে চায় নির্জনে
উদাসী ভাবনাগুলো ঘিরে ধরে চুপিসারে আনমনে,
বিরহ ব্যথাটুকু শিশিরের মত করে ঝরে দু’নয়নে!
এমন বর্ষণে স্মৃতি দোলে অনুরাগে প্রকৃতির টানে।


প্রশান্তির মোহ এসে অশান্তির ঝড় তুলে এই মনে
তবুও আশার বাণী, ভরসা ছড়ায় যেন ক্ষণে ক্ষণে,
আচমকা চুপিচুপি নীরবে বলতো যদি কানে কানে
এসেছি আবার ফিরে তোমার উঠোনে সৃষ্টির গানে।