জীবনের সংগ্রামে হেরে গেছি বারবার
মনটা ভেঙ্গেচুরে হয়ে গেছে একেবারে নষ্ট!
কলমেও যায় না লেখা, মুখেও যায় না বলা
কি করে বোঝাই বল, মনের গভীরে কত কষ্ট!


পরাজয়গুলো সারি-সারি ঘিরেছে আমার বাড়ি
সুখের ছবিটা আর হলো না রে আঁকা শেষ!
গোধূলির কাছাকাছি অনেকটা এসে গেছি
অচেনা-অচেনা যেন স্মুতিঘন পরিবেশ!


জীবনের বাঁকে বাঁকে সুখের ঠিকানা গুলো খুঁজেছি!
পথে যেতে যেতে বার বার ফিরে ফিরে দেখেছি!
হাজার ব্যথার স্মৃতি, অনেক কিছু ভুলে গেছি
ক্লান্ত অবশেষে, হতাশার মাঝে ডুবে মরেছি!


অমানিশা এসে শেষে জাপটে ধরেছে হেসে
হায়েনার মত থাবা বানিয়ে দিয়েছে চির হাবা!
তাই তো দেখি না আর আগেকার মত সুখ স্বপ্ন!
জীবন যে এমন হয়! তাই ভেবে হয়ে গেছি বোবা!