অপসারিত হোক কদর্য যত অপ্রত্যাশিত ক্ষণ,
বিশুদ্ধ হোক দুষিত ইতিহাস, আসুক পরিবর্তন।
ধারাবাহিক ভাবে চলছে সম্মিলিত উপায়ে নিধন!
আর তুমি আরশে খিল দিয়ে বসে আছো মহাজন,
হারছে তোমার দাস ওদের বিকৃত লালসার কাছে!
আপন ইচ্ছা ওরা নির্বিঘ্নে অবিরত করছে পূরণ!


এখন নাকি অনেকেরই রঙিন স্বপ্ন দেখা পাপ!
তাই তো উল্কা-ধূমকেতুর মত উড়ছে অভিশাপ!
নষ্ট জমিনে কেউ করে উল্লাস, কেউ হয় লাশ!
কারো মুখে জয়ের হাসি, কেউবা করে হাঁসফাঁস!
এ কেমন খেলাঘর প্রভু! কারা তবে কার দাস?
তোমার ধৈর্যে বিস্ময়ে দেখি শুধু মেঘলা আকাশ!


আবেগ জাপটে ধরে, আঁখি থেকে ঝরে নোনাজল!
তোমার দেয়া অবকাশে রচনা করে ওরা নন্দন!
সংহার করে দিনে-রাতে, ইচ্ছামত বিলায় চন্দন!
কেউ কেউ ফুঁসে উঠে! কেউবা হারায় মনোবল!
তখনো কেউ কেউ মর্ত্যের সব সুখ করে দখল!
তখনো অটল তুমি! আপন ছক নিয়ে অচঞ্চল!