ব্যাধি যদি বাঁধে ঘর দেহে চুপিসারে!
স্বপ্ন বিবর্ণ হয়, কষ্ট বাড়ে বারে বারে!
জীবনের প্রত্যাশা হারায় সুখের ভাষা
হারায় ভুল করে নন্দিত পথের দিশা!


সুপ্ত আবেগ এসে ভর করে অজান্তে
তখনো হয়তো দীপন থাকে দিগন্তে,
মৃত্যুর সনে যুদ্ধ হয় নীরব-গোপনে!
কেউবা হেরে যায় কেউ জিতে রণে।


যদিও আত্মা কারো পায়না অমরত্ম;
তবুও অবুঝ মন খোঁজে প্রতুল বিত্ত!
দম ফুরিয়ে আসে তবুও ভলোবাসে,
নিরত থাকে মন অবিরত স্বপ্ন চাষে!