স্বপ্নদেখা শেষ না হতেই
ভেঙ্গে যায় যদি ঘুম,
নিভে যাবে চেতনা-রশ্মি
থেমে যাবে সব ধুম!


স্তব্ধ হবে আল্পনা আঁকা
জল্পনা হবে স্তম্ভিত!
শুভকর্ম শেষ না হতেই
চত্বর হবে কম্পিত!


গঞ্জিত হবে অকল্পনীয়
মূর্ছিত হবে অগ্রদূত!
বন্ধ হবে কুচকাওয়াজ
দৌড়ে পালাবে ভূত!


নশ্বর দেহ হবে খর্বিত!
বাড়বেই শুধু যন্ত্রণা,
মত হবে মৃত প্রমাণিত
থেমে যাবে বন্দনা!


সূচনা হবে বিরহ গীতি
ঝরবে অশ্রু ঝরণা,
আঁধারে হারাবে চাঁদনী;
পিছু হটবে অঞ্জনা!