জননী-জন্মভূমি, শুনেছে পদধ্বনি-দুর্ভিক্ষের!
পিছে ঘুরে বুলেটের ঝাঁক-রক্তচক্ষু শয়তানের!
উপেক্ষা করে বেঁচে থাকে বিবশের জিন্দালাশ!
মন্ত্রজপে মক্ষীরানী খোলসের অন্তরাল থেকে!
শকুনের বেশে পামর হেসে চায় কলিজার গন্ধ-
শিকার ছুটে যাযাবরের মত হারিয়ে কাব্যছন্দ!
দলদাস-তীরন্দাজ খুঁজে মরে লক্ষ্যবস্তু পুলকে
আশায় থাকে মিলবে অফুরন্ত কড়ি অবশেষে!


ভয়াল রাত্রির আঁধার মাড়িয়ে হাঁটে আশ্রয়হীন!
খুঁজে ফিরে মুক্তাঞ্চল, সুজনদের মনোহর ঘাট;
তবু ছাড়ে না আশ-চায় মমতা, করে সত্য পাঠ।
মোহ করে ত্যাজ্য, ধারণ করে বিনম্র দেশাচার,
ভয়কে জয় করে, সত্য উচ্চারণে থাকে অনড়-
আশাবাদী হয়ে ফিরে পেতে চায় আপন বীবর।