মোহ যদি জেঁকে বসে, রক্ষকই হয়ে যায় ভক্ষক!
মনে করে সব তারই জন্য, যা দেখে নোংরা চোখ!
শিক্ষা পেলেই হয় না সভ্য, বলে তার আচরণ;
যার মুখে শুনি বস্তির ভাষা, সে কেমন সুধীজন!


জঙ্গলে তার মঙ্গল ছিল, যৌতুক নিয়ে করে যে সাদি!
আয়োজন দেখে পাতা কেটে বসে, দারুন সুবিধাবাদী!
অতীতের কথা রাখে না স্মরণে, ভাবে বর্তমানই সব;
আগামীকে নিয়ে রঙিন ভাবনা, ভুলে যায় কে বা রব!


কৃতজ্ঞতার বুলি শুনে শুনে ভাবতেই পারো মানী
আদিখ্যেতার বাহার দেখে যায় কি বোঝা জ্ঞানী!
প্রশ্ন আসেই! শেকড় বিরোধী কার মন করে জয়?
ঐতিহ্যের  বিনাশকারী আত্মঘাতী! সুরুচিবান্ধব নয়।