আমার কষ্টের কথা নষ্ট পৃথিবীর কাছে বলে কি লাভ!
যেখান থেকে দলিত মানবতা হয়েছে নিরুদ্দেশ!
তবুও প্রহর গুনি-
যদি শুনি আরাধিত মুক্তির দৈববাণী অকস্মাৎ!


দুঃসহ যাতনার মাঝেও প্রিয়জন হাসে!
যখন দেখি, ইসলামহীন বিরাণভূমে ঈদের কসরত!
যখন দেখি, প্রেমহীন পরিণয়ে পরকীয়ার উৎসব!
অবাক বিস্ময়ে তখন শুধু নিয়তির কথা ভাবি!


পোড়ামন প্রশ্ন করে আমাকেই, কোথায় মন্বন্তরের শেষ?
আর কত যুদ্ধের মহড়া, আর কত শুনবো
নিরন্ন মানুষের হাহাকার! আর কত হিংসা-বিদ্বেষ,
আর কত ক্ষমতার বাহাদুরী, লাশের পাহাড়?


তবুও মানুষ নির্বিকার! ধর্ষিত নিসর্গের ভীষণ গর্জনে
তবু কেউ করে না কর্ণপাত! ভ্রান্ত মানুষের গন্তব্যহীন
যাত্রায় মেতে উঠার অসম প্রতিযোগিতা বাড়িয়ে দেয়
বিভেদের মাত্রা! সাক্ষী থাকে শুধু স্রষ্টা।


আর কত ষড়যন্ত্র, মিথ্যা ছলনা? আর কত অবিচার,
প্রতারণা-প্রহসন? ব্যভিচার-অনাচারে বাতাস
বিষাক্ত হয়ে ছড়িয়ে দেয় বিমারের বীজাণু!
এতো শুধু অসুন্দরের প্রতিবিম্ব নয়, স্রষ্টার অভিশাপ।