অতীতকে কখনো হত্যা করা যায় না।
যারা চায়, তারা মিথ্যাকেই প্রশ্রয় দেয়!
আত্মপ্রবঞ্চনায় হায়! আনন্দ কোথায়?
তবুও মানুষ খোঁজে বিজয়ের অজুহাত!
অথচ, আত্মসম্মান এতোটা ঠুনকো নয়!
অবদান লিখা থাকে অন্তরের খাতায়।
মনের মাধুরী মিশিয়ে কল্পকথা রচিলেও
সত্য-সত্যই থাকে, সে কথা মিথ্যা নয়।


সাদা-কালো মিলে ঝুলে হলো একাকার!
সবার অজান্তেই ঘটে কত উদ্ভট কান্ড!
ফ্রন্ট লাইনের হঠকারিতা মেনে না নিলে
কেন তবে ঠেলে দাও তদের ভুল পথে?
তাতে কি মিলবে শেষে মুক্তির সরণি?
বরং আত্মদহনে জ্বলে মরবে অনন্তকাল।