তোমার দেয়া কষ্টগুলো সাজিয়ে রেখেছি একান্তে!
তবে মনে রেখ, ফিরিয়ে দেবার বাসনা নেই মনে;
কারণ, আমি জানি তুমি বিচূর্ণ হয়ে যাবে অল্পতে।
অথচ, আমি এখনো আছি রণক্ষেত্রে সংগ্রাম করে।
চাই না তোমার করুণা, তুমি ভালোবাস জমিনকে,
আর, আমি ভালোবাসি সত্যের সুনির্মল শুভ্রতাকে।
আমি স্বপ্নে দেখি হেরার জ্যোতি-আলোর ফোয়ারা।
করি মুক্তির সময় গননা নিজের মত করে বিনম্রে।
তোমার মত আলাদিনের অদ্ভুত প্রদীপ নেই হাতে;
তবুও, দিগন্তে দেখি অরুণোদয় নিত্যদিন প্রভাতে।
আমি থাকি অনিন্দ্য, তুমি থাকো তোমার অহমিকা
আর কপটতা নিয়ে ক্ষুধা আর দারিদ্র বেষ্টিত হয়ে!
তোমার কদর্য চেহারায় ফুটে উঠে অবনীর অশান্তি
সহস্র মাত্রায় জীবনের বাঁকে বাঁকে রেখেছো নমুনা!
জানি, তোমার কলমের ডগায়, নাচে না কাব্যছন্দ!
গদ্যের ঝাঁঝাল বুননে, হাসে না আবেগময় চেতনা!
তবু ভাল থেকো, সুখে থেকো ছলনার সওদা করে!
আর দাসত্ব করতে থাকো ইচ্ছার! অনন্তকাল ধরে!
হয়তো আর হবে না দেখা কোন পারে আগামীকাল,
হয়তো সম্পর্কের বন্ধনের দলিল রবে শুধু যাদুঘরে!