প্রভু, যদি দিতে আরেকটু অবকাশ;
মহামুক্তির আগে জাগে একটু আশ,
দেখতাম, হিংস্র দুর্বৃত্তদের জৌলুশ!
কি করে ঝরে পড়ে স্খলিত ফানুস!


আমার গতিপথ, যাযাবরের মতন!
লক্ষ্যহীন পথে চলে আপন জীবন!
তবু, বুঝতে চাই কে কত অভিশপ্ত!
প্রতারণার ফসল, কে করেছে রপ্ত!


পিশাচের পাশে নিকৃষ্ট হয়ে থাকো-
দুষ্টুকে পুষে দুঃস্বপ্নের ছবি আঁকো!
তাদের খসড়া দেখে, আঁৎকে উঠি!
যখনই পাই নানা পথে উড়ো চিঠি!


সংশয় জাগে বিপন্ন হয় যদি প্রাণ!
হয়তো বা পাবো তার আগে ঘ্রাণ!
যেন বলতে পারি, আমি সেই বীর-
যে করেনি নত, সংকটে তার শির।