মুসলিম আজ কত ভাগে বিভক্ত!
                   ধার্মিক! ধর্মান্ধ! ধর্মভীরু! ধর্মপ্রাণ!
                 কেউ বলে মোল্লা! ভন্ড! ফতোয়াবাজ!
                আমি তো পাই না খুঁজে কারা মুসলমান!
              তবে একদিন ঠিকই ফয়সালা হবে সত্য কি;
            যেদিন চুলচেরা হিসাব কষে দিবেন তিনি শাস্তি।
          সেদিন থাকবে না ক্ষমতার দম্ভ, রাজনৈতিক শক্তি,
        যেদিন থাকবে না মিথ্যার জোর, পাবে না হুঙ্কারে মুক্তি।


গতকাল প্রিয় কবি শহীদ উদ্দীন আহমেদের “প্রাণে সয়না কোরানের অপমান” কবিতায় করা আমার মন্তব্যটি আজ আসরে প্রকাশ করলাম। তাই স্বাভাবিক ভাবেই কবিতাটি কবি শহীদ উদ্দীন আহমেদকে উৎসর্গ করলাম।