জীবনের দাবী যখন যেমন-
কয়জন পারে তারে মিটাতে!
ধ্রুপদী ফিরে চায় পিছনের দরজায়
মুখোশের আড়ালে লুকিয়ে সুশীলতা!


মানবতায় ঘেন্না ধরে গেলে
উঠোনে বিবর্ণের মেলা বসে;    
অম্বরে জমে যায় কালো-কালো মেঘ!
তখনো স্বপ্ন দেখে ওরা রহস্য ছড়িয়ে!


ক্রমান্বয়ে সঙ্কট ঘনীভূত হলে
উন্নাসিকতায় বিভীষণ-আত্মা
কলঙ্ক ছড়িয়ে দেয় আরণ্যক পরিহাসে!
আছড়ে পড়ে শোষিতের উমেদ ভূতলে!


প্রকাশ্যে আসে জেদীর দীনতা!
ঢেকে রাখা দুঃসাধ্য অক্ষমতা;
চক্রাকারে বেষ্টন করে পয়মালের শঙ্কা!
প্রহর গোনে পরিশেষে নিরাশার বিষাদে!