আরণ্যকের প্রহেলিকা যখন জনপদ করে গ্রাস
মেঘে ঢাকা চাঁদ বিনা ছড়িয়ে পড়ে অন্ধকার!
বদলায় সুখের প্রহর অবলীলায় বিভীষিকায়;
সহসা স্তব্ধ করে দেয় মহাশূন্যে হারাবার ভয়!
অথচ, অবনী তখনো ঘুমিয়ে থাকে নির্বিবাদে।


আমি অপেক্ষায় থাকি নতুন একটা সকালের;
যে সকাল ছড়িয়ে দিবে অনাবিল-আনন্দ ছন্দে,
আযানের মধুর সুরে পুলকিত হবে মুমিনপ্রাণ
পাখির কলরবে জাগবে প্রকৃতি আড়ষ্টতা ভেঙ্গে-
কৃষাণীর মমতায় বাড়বে সবুজের কোলাহল।


শান্ত ধ্যান যখন সান্ত্বনার আশ্বাস ছড়িয়ে দেয়
তখনই দৃশ্যমান হয় ঝড়ের পূর্বাভাস চকিতে!
অক্টোপাশের মত জাপটে ধরে বজ্রপাতের ভয়;
সঙ্কটের আবর্তনে করি নতুন আশ্রয়ের সন্ধান!
যদি খুঁজে পাই নিরাপত্তার চাদরে একটু ওম।