স্বপ্ন দেখতে থাকি মাসের পর মাস
অন্ধকার সুরঙ্গের শেষ মাথায়
একটুখানি আশার আলো দেখার।


ইতিহাস বলে মজলুমের কান্না
কখনো বৃথা যায় না; অবশেষে
আসে আবার নতুন করে সুপ্রভাত।


বাতায়ন খুলে বসে আছি সবে
হিমেল বাতাসের স্পর্শের আশে,
লক্ষণও বলছে, আবহাওয়া সেদিকেই।


নিয়ত বদলে যাচ্ছে টাটকা প্রসঙ্গ;
মিথ্যার আবরণ ভেদ করছে সত্য-
জীবনের জয়গানে মুখরিত হবে মিত্র।