সকালের বাতাসে ভাসা
সোনালী রোদের তাপ,
শরীরে আঁচড় লাগে নাই তত;
ক্রমশঃ মাথায় উঠতে থাকে
বেয়ারা আচরণে দৃষ্টি কাড়ে
রাতের স্বপ্নে দেখা দানবের মত!
আশা কেড়ে নিয়ে দৌর্দন্ড প্রতাপে শাসায়!


চৈত্রের দুপুরে ঝাঁঝালো রোদ্দুরে
হৃদয়টা জ্বলে পুড়ে খাক হয়ে যায়!
সূর্যটা হেলে গেলে পশ্চিমে
ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ভেসে ভেসে যায়,
জমাট বাঁধে না; ঝরে না এক ফোঁটা জল!
কোন এক বৈশাখী দিনে
কাল বৈশাখী নামে আসবে প্রলয়!