খুলে যদি যায় সম্ভাবনার সব দুয়ার
আসবো ফিরে চুমিতে চরণ তোমার;
মেলাদিন হলো দেখিনি তোমার মুখ,
রক্তক্ষরণে ঝলসে গিয়েছে এই বুক!
মাগো! জানি না, তুমি কেমন আছো!
ফিরে যদি আসি, আমার অশ্রু মুছো।
তোমার আঁচলে শুয়ে, ভুলে যাব দুখ-
বুঝে নিব গুনে, হারানো ক্ষণের সুখ।


শুনে রাখো মা! হাঁটছি আলোর পথে,
তোমার অনেক সন্তান, রয়েছে সাথে,
প্রয়োজন হলে, পাড়ি দিবো শত নদী-
সাগর-মহাসাগর, বাগড়া আসে যদি!
অপেক্ষা করো মাগো, আসবো ফিরে
কাঁদবো প্রাণভরে তোমার শান্তিনীড়ে।