মুক্ত সকালের প্রথম আলোটুকু আমাকে দিও;
পুঞ্জিভূত ব্যথার আস্তরণ ধুয়ে মুছে বিশুদ্ধ হবো।
ক্রুদ্ধ সময়ের আস্ফালনে চুপসে যাওয়া হৃদয়কে
অভিভূত করে তাকে সজীবতায় ফিরিয়ে আনবো।
নুইয়ে পড়া বিরহী দুর্বাকে সদ্যপ্রাতে শিশিরস্নাত
করে, নবত্ব ফিরিয়ে এনে, হেঁটে যাব নগ্ন পদে।
জানি না সে সকালটা আজ খেকে কত দূরে!


আমাকে সেই নতুন সকালের শান্ত ছোঁয়া দিও;
একটুখানি ভালোবাসার প্রলেপ দিয়ে হৃদে রেখো
দীর্ঘদিনের কষ্টযত সৃষ্টি করেছে ক্ষোভের দেয়াল!
আমি শুনিনি কতদিন হলো দোয়েলের সুমিষ্ট সুর!
ঘুমাইনি মায়ের আঁচল পেতে, ভুলেছি স্বপ্ন মধুর!
দেখিনি ছোট বোনের নিষ্পাপ মুখটি জুজুর ভয়ে!
নতুন সেই ভোরে প্রাণ ভরে অশ্রু ঝরাতে দিও।


নব সে প্রভাতের ঝিরিঝিরি হাওয়ায়, পুনরায়
খুঁজে নিবো হারানো কবিতার ক্ষয়ে যাওয়া ছন্দ;
ভুলে যাবো নির্জীবতা, ভুলে যাবো অনিষ্টকর দ্বন্দ্ব।
আবারো গাইবো মিলনের সুরে, দীপনের আনন্দে,
আবারো হাসবো উন্মুক্ত হৃদয়ে বেদনার অবসানে,
নতুন করে শ্বাস নিবো, বুকভরে বকুলের গন্ধে।