সময়কে পড়তে ব্যর্থ হলে হারিয়ে
যেতে হয় ইতিহাসের পাতা থেকে।
কেউ কারো আদর্শের দাস নয়, বন্ধু;
কেউ কি বদলে যায় অন্যের কথায়?
নিজ নিজ প্রয়োজনটাই আসলে মূখ্য,
যে পিছনে পড়ে, তার ভাষা গৌণ।

মানুষ যতক্ষণ হৃদয়ের ভাষা বোঝে,
যতক্ষণ সামনে থেকে নেতৃত্ব দেয়,
ততক্ষণই থাকে হৃদয়ের মণিকোঠায়;
স্খলনের বিষাক্ত ছোবলে ধরাশায়ী হলে
নিশ্চিত ভেসে যায় বিস্মৃতির অতলে।
সেখানে অনুসারীর নেই কোন দায়।


তৃণমূলের কেউ কিন্তু বিশ্বাসঘাতক নয়;
বরং, যে সামনে থেকে নেতৃত্ব দেয়-
সে বদলে গেলে প্রতারক বলে গণ্য হয়!
তাই তো পরিশেষে জনতারই হয় জয় ।