শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে
পাই যদি জান্নাতী অমৃতের স্বাদ;
পার্থিব এ জীবনটা হোক না বরবাদ,
তবু, দিবো না কাউকে অভিসম্পাত।
দুঃখ নেই! রবে না এই অনন্তরাত।
আসবে আবার সুখ, সাথে নিয়ে মুক্তি,
দিবালোকের আলোর মত আসে যদি
আঁধার পেরিয়ে কাঙ্খিত সুন্দর সকাল।


যার ইচ্ছায়, তাঁর জমিনে এলাম;
তাঁরই মর্জির খেলাপে চলি সর্ব কাল!
ভুলে যাই চুক্তি, ভুলে যাই অঙ্গীকার!
লোভ-মোহ করে অন্ধ! হই অসিদ্ধ!
হঠাৎ মনে হয়, এ পথ শান্তির নয়,
হে মহান প্রভু, ঈমানের দাও জয়।