কতজনেই তো বদলে গেছে!
আমি নিজেও কি বদলে যাইনি!
তাই তো তোমাকেও বলি,
তোমার বিশ্বাসে ঘাটতি থাকলে
সবাইকে ভ্রান্ত ভাবতেই পারো!
সেটা হবে অশিষ্টতারই বহিঃপ্রকাশ।


তুমি এখনো কেন ডুবে আছো
অন্ধ কুঠুরীতে মুখোশের আড়ালে?
তোমার ভেতরে তুমি তো অন্য জন!
নিজেকে প্রশ্ন করো আপন স্বরূপ নিয়ে।
যদিও তুমি ওদের মত নও,
তবু, কি আশায় এখনো থাকো সেথায়?


সবকিছু কি সর্বদা এক রকম থাকে?
তা যদি নাই হয়, তবে-
অন্যদের দায় তুমি কেন নেবে?
প্রমাণ হয়েছে, সময় এসেছে,
আবার নতুন করে ভেবে দেখার;
আপন ঠিকানা চিনে নাও শ্বেত সীমানায়!