সৃষ্টির রহস্য মনুষ্য জ্ঞানের অনেক ঊর্ধ্বে!
তবু, আমাদের মাঝে থাকে এক প্রকার কৌতুহল!
যার প্রকাশ ঘটাতে গিয়ে আমরা আশ্রয় নেই আধ্যাত্মিকতার।
মানুষই প্রকাশ করে প্রকৃতির শ্রেষ্ঠত্ব নিজেকে জ্ঞানী ভেবে!
জমিনকে আপন মুঠোয় নিয়ে স্বেচ্ছাচারী হতে চায়!
আবার কিছু মানুষ স্রষ্টাকে বিশ্বাস করে থাকে সংযত-নিরুত্তর!
ধর্ম বিশ্বাসের কত বিচিত্র রূপ!
তবে, ধার্মিক মানুষের হৃদয়ে থাকে না অহম,
বিশ্বাস করে সৃষ্টি এক মহানের অনন্য অবদান,
যার প্রতি করে মাথা নত, রচে না নিজস্ব বিধান।
আমরা পবিত্র হাদিসে খুঁজে পাই-
গণতন্ত্রের অবসান হলেই আগ্রাসী হবে স্বৈরশাসন!
অতঃপর, আসবে সত্যের যুগ, তারপরই হবে ইহকালের অবসান।
মানুষের জন্ম তখনই সার্থক হবে-
যখন সে সফলভাবে করবে তার দায়িত্ব পালন।
তখনই পারবে পরকালীন মুক্তির রসদ করতে অর্জন।