দরিদ্রকে মোটে করো না উপহাস,
দারিদ্র হতে পারে তোমারও ভূষণ!
ক্ষমতা, পদ-পদবী সবই ক্ষণস্থায়ী,
যেমন, ক্ষণস্থায়ী সবারই জীবন।
কারো সন্তান কেড়ে নিতে চাও?
একবার ভাবো সেই সত্তার কথা,
যিনি অনেক বেশি ক্ষমতাবান;
তিনি তোমাকেও কাঁদাতে পারেন,
নিশ্চিত পারেন তিনি করতে দান।
কাকে তুমি ভাবো অতি তুচ্ছ?
ভেবে দেখো, তোমার কি দাম!
কোথায় ছিলে আর এখন কোথায়?
এখন কি আছে আর আগের নাম?
দম্ভ-অহম নিয়ে যাবে কতদূর?
জমিন তৈরী আছে মানুষের তরে,
একদিন ঠিকই বাজে করুণ সুর!