মৃত্যু অনিবার্য জেনেও সত্যতা করি অস্বীকার!
রক্তের সাথে পামর মিশে সৃষ্টি করে অন্ধকার!
মর্ত্যের মোহে পড়ে, লোভকে করি না নিয়ন্ত্রণ;
ঈর্ষা বশে অভিশপ্তের কাছে করি আত্মসমর্পণ!
দুঃখের করি না শঙ্কা, স্ব-স্বার্থে করি মিথ্যাচার!
হৃদে পুষে দ্বেষ! আত্মার উপর করি অত্যাচার!
ক্ষমতার দর্পে হুঙ্কার ছেড়ে অন্যকে ভাবি তুচ্ছ!
সংবিধানকে অবজ্ঞা করে  প্রভুকে দেখাই পুচ্ছ!


অহমের আঙ্গিনা ছেড়ে, এসো গড়ি মধুর বন্ধন,
আর নয় হানাহানি-অসত্যকে করি এসো বর্জন;
মানুষকে ভালোবাসো, করো না অকারণ গর্জন।
এসো মানি শুদ্ধবাণী যেপথে পাথেয় হয় অর্জন।
সৃষ্টির প্রকৃষ্ট জীব, তাই এসো, হয়ে যাই সজ্জন;
কাটবে কালোমেঘ সবাইকে ভাবি যদি প্রিয়জন।