বিবর্ণ বসতি ভাসে শ্যাওলার মত!
ঢেউয়ের তান্ডবে হয় ক্ষত-বিক্ষত!
নিপীড়ন-নির্যাতনে কাঁদে অবিরত!
হৃদয়হীন চায় যেন, থাকে অবনত।


আতংকে কাটে রাত বিনিদ্র থেকে!
সংশয় জাগে বুঝি, রইবে না টিকে,
খঞ্জরের নিনাদে কাঁপে ভীত-অন্তর!
ফিসফিস নিস্বনে তারা পড়ে মন্তর!


হৃদয়ে তবুও আশা ভাসে অনিশ্চিত
যদিও বা পায় শেষে মুক্তির ইঙ্গিত;
তবুও বাড়ে অন্তরে সংশয় অকারণে
হয় তো রবে না প্রাণ-অবান্তর রণে!


এভাবে কাটলে ক্ষণ, দেখিয়া কুঁদন
কখন হারাবে যেনো, নীরবে চেতন!
আর কতো অপেক্ষা? সময় ক্ষেপণ!
তার চেয়ে শুরু হোক সত্য উদ্ভাসন।