প্রিয় কবি রহমান মুজিব’র গতকাল প্রকাশিত “মাসতুতো ভাই” কবিতায় আমার আজ করা মন্তব্যটি আজই আসরে কবিতা আকারে তাঁর উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।


খিচুরি হোক, পায়েস হোক, স্বাদটাই বড় কথা
শেয়াল-ইন্দুর বাঁধলে জোট, শকুন পায় ব্যথা!
যার যা খুশি করতে থাকুক, ঘামাইও না মাথা
মামলা না হয় হামলা হবে, ভাঙ্গো যদি প্রথা!


আমরা যারা দূর্বা তারা দেখবো শুধু দূর থেকে
খাবে ওরা মিলেঝুলে নানান রকম স্বাদ মেখে!
সত্য কথা বলতে মানা, নীরবতাই মধুর পথ
থাকবে না আর এই সময়ে কোথাও কোন সৎ!


বল-ছলনার মহান! কাজে ষড়যন্ত্র যতই থাক
সবাই ভাবে পাক-পবিত্র, করে না রাখ-ঢাক!
নিপুণ ছকে ভাগ-বাটোরা, আড়াল-অন্তরালে
এমন করেই চলবে জেনো, বিনষ্ট এই কালে!


মিল-মহব্বৎ গলায় গলায়, মরে শুধু পড়শী
বড় মাছের খবর পেলে চালায় মিলে বড়শি!
ক্ষেত-খামারে রান্না ঘরে কোথাও নেই মানা
ঠান্ডা মাথায় বুদ্ধি আঁটে, তারপর দেয় হানা!


শেয়াল কয় ইন্দুর রে তুই করিস গন্ডগোল
আবার যদি এমন করিস, পাবি শুধুই ঘোল,
তার চে ভাল আমার সাথে, ভদ্র ভাবে থাক
বুঝুক না মাসতুতো ভাই, লেগে যাবে তাক।