সোনা ফলা এই দেশ কথা বলে বাংলায়
এখানে প্রেম-প্রীতি ভালবাসা চাষ হয়,
এ মাটি ভালবেসে নজরুল-ফররুখ আসে
তাদের কবিতা-কাব্য স্বপ্নের মত ভাসে।


সোনালী ধানের শীষে শিশির বিন্দু হাসে
স্মৃতিরা শয্যা পেতে শুয়ে আছে এই ঘাসে,
ভাটিয়ালী সুরে সুরে দুলে ওঠে কাশফুল
বনবীথি জুড়ে আছে ঘুঘু শ্যামা বুলবুল।


নদী নালা খাল বিলে আবেগ ছড়িয়ে আছে
কিষাণের নাও গুলো ঢেউয়ে ঢেউয়ে নাচে,
বাতাশে জড়িয়ে আছে মুক্তির ঘ্রাণ-
যে ঘ্রাণ ছড়িয়ে গেছে শহীদের প্রাণ।


নতুন মুক্তিসেনা সেজেছে নতুন সাজে লাগছে বেশ
শহীদ জননী আজও শহীদের খুনে আঁকে বাংলাদেশ।