বাবা দিবসের রীতিনীতি
মানে যারা বেশি,
তাদের বাবাই বৃদ্ধাশ্রমে
কাঁদে দিবা নিশি!


বাবার কথা শুনলে তাদের
গায়ে আসে জ্বর,
তাইতো তারা করলো তাদের
ঘর থেকে বে-ঘর!


বাবার সাথে নেই যাহাদের
নিত্য দিবস দেখা,
তারাই পাঠায় ঘটা করে
কার্ডের সাথে টাকা!


এই যদি হয় বাবা দিবস
চাই না এমন রীতি,
ভালবাসার মেল বন্ধনে
বাড়ুক সুখের প্রীতি।


পিতৃহীন যে রুগ্ন সমাজ
করছে আয়োজন,
বুঝতে হবে এখন তাদের
পিতার প্রয়োজন!