শুনলাম, নতুন বিশ্বব্যবস্থার মানচিত্র তৈরী করছো!
অথচ, বিনিময় মূল্যটা আজো কেন লুকিয়ে রেখেছো?
তবে নানান সুত্রে জেনেছি, সাদাকে বিক্রী করে দিয়েছো
কালোর বিনিময়ে! তুমি তো অনেক কিছু দেখে-শুনে
নাক শিটকাও! অবশ্য শুনেছি, ঢের বড় অফার আছে!


দুঃখিত প্রিয়, লাভজনক বলতে পারছি না বলে!
তবে ক্ষমাও চাইবো না, কারণ, তুমি ফেঁসে গেছো
নির্ঘাত জৌলুশময় চাকচিক্যের মোহনীয় ফাঁদে।
যার এক পাশে নিদারুন কষ্ট-অন্য পাশে প্রশান্তি!
আমি আত্মা বিক্রির হাটকে ঘৃণা করি। আমি কখনো
চাই না তার কাছে এমন কোন স্বপ্নের আশ্বাস-
যে নিজেই এখনো শেকলে বন্দী! তৈরী হচ্ছো তাকেই
স্বাগত জানাতে! ভুল করেও ভাবলে না একবারও,
কে তাকে রেখেছে বেঁধে! তোমাদের অনেক বড় মিছিল
দেখে আমি মোটেই বিস্মিত নই, এমনটাই হবে,
শুনেছি তাঁর কাছে, যাঁকে বিদ্রুপ করো ঘৃণাভরে!


আমার বিশ্বাসকে যতই অপমান করো ক্ষতি নেই,
আমার মনের ভাবনা আর তোমাদের চেতনা,
তোমাদের চোখের দেখা আর আমার দৃষ্টিশক্তি
যদি এক হ’তো, তবে তো মিলে যেত উভয়ের ভাষা;
অথচ, আমরা দাঁড়িয়ে আছি কেউ বামে, কেউ ডানে!
কেউ টাকশালে আর কেউ বা মিনারের পাদদেশে।