প্রশ্ন কি জাগে না মনে একটি বার;
কোথায় ছিল এত বাদুর-পঙ্গপাল?
কই থেকে এলো এরা কার হুকুমে!
জুলুম করলে জেনো রবে না ঢাল।


শান্ত ঘাসফরিং কেন আজ ভয়ঙ্কর?
কারণ ওরা হলো আল্লাহ্’র সৈনিক,
অবাধ্য মানুষদের দিতে হলে শাস্তি
ভয় দেখায় আল্লাহ্ পাপীকে দৈনিক।


দাবানলে সব জ্বলে কমে যায় জল;
শঙ্কায় মারে উট হারিয়ে সকল হুঁশ,
হালাল পশু, বেচে দিলে কি হতো?
আসলে আহম্মক, পিতা ওদের বুশ!


চলছে মহামারী! করোনা ভাইরাসে
মানব আর্তনাদ আহা কি যে ভয়াল!
এখনো জাগে না ভয়, কঠিন হৃদয়
সুযোগ আছে, মানো প্রভুকে দয়াল।

ক্ষান্ত হও জালিম, মার্জনা যদি চাও-
অনন্তকালের শাস্তির ভয়ে অমত্ত হও,
আল্লাহ্’র বিধানে বিশ্বাসী হয়ে যাও
তবেই মুক্তি পাবে, হাত পেতে নাও।