কৈশোর-তারুণ্যের সন্ধিক্ষণে যখন কেউ সবে মাত্রই
স্বপ্ন দেখতে শুরু করে আচমকা পিতৃহারা হয়!
জীবনের হিসেব-নিকেশটাই পাল্টে যায়!
মনের দুঃখে কোন কিছু না ভেবেই
আক্ষেপে ফেসবুকে লিখেদেয়
হায়রে! বালের জীবন!


স্বাধীনতার পরে শিয়ালের গর্ত থেকে বেড়িয়ে এসে
বিশেষ দলের কোন কেউকেটা আধিপত্য নিরঙ্কুশ
করার তরে নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে
শহীদ পরিবরের যোদ্ধাকে সন্ত্রাসী বলে!
মুক্তিযোদ্ধা তখন অতি দুঃখে বলে-
হায়রে! বালের জীবন!


কোন ছোট ভাই বড় ভাইয়ের ব্যাবসায় অর্দ্ধযুগ
পেটে-ভাতে খেটে সম্পদের পাহাড় গড়তে
সহায়তা করেও অবশেষে শুনতে পায়,
”আমার জন্য কিচ্ছু করিস নাই!”
নিজের অজান্তে মুখে আসে-
বালের জীবন!


বড় বড় দলগুলো স্বাধীনতা বিরোধীদের আত্মীয়
কিংবা মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা
উড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে বিনাশ করতে
রাজাকার বলে গালি দেয়, তখন
ভুক্তভোগী দুঃখ করে বলে-
হায়! বালের জীবন!


ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর, আফগানিস্তান,
লিবিয়া, মায়ানমার সহ পৃথবিীর দেশে দেশে
আইলান কুর্দিরা ফেরেস্তার কোলে বসে
যখন জান্নাত অভিমুখে চলে যায়,
আক্ষেপ করে শয়তান বলে-
আমার বালের জীবন!