হৃদয় ভরা আবেগ ছিল
অজানা ছিল ছন্দ,
বাগান জুড়ে বৃক্ষ ছিল
ছিল না পুষ্প গন্ধ!


মনাকাশে চাঁদনী ছিল
ছিল না প্রিয়জন,
বেড়ে গেল মনোব্যথা
নিষ্ফল শুভক্ষণ!


নদী ভরাই পানি ছিল
ছিল নারে নৌকা,
বন্ধু ছিল ওপার বসে-
হ’ল নারে দেখা!


স্বপন ছিল ঢের বেশি
নয়ন ছিল অন্ধ!
ইচ্ছে ছিল সখে ভরা
রাস্তা ছিল বন্ধ!


ব্যর্থতা করলো গ্রাস
হলাম স্বপ্নহীন,
মিথ্যে হ’ল প্রত্যাশা
দৃষ্টি হ’ল ক্ষীণ!