স্মৃতির পাতা থেকে আজো উঁকি মারে
সহস্র লাশের সেই রক্তাক্ত বাংলাদেশ!
বছর বছর এসে প্রশ্ন করে অশান্ত স্বরে,
মনে কি আছে আমাদের ত্যাগের কথা!
তোমরা কি ভালো আছো? ছিল যেমন
করে ভালো থাকার কথা স্বাধীন দেশে?
আমি, নীরবে পার করছি প্রতিটি বছর!
অকৃতজ্ঞের মতন ভোগ করি গোগ্রাসে!

আমি শুধু অপেক্ষা করি, অস্থির চিত্তে!
স্বপ্নগুলো আঘাত করে বার বার হৃদে!
বড় অপরাধী মনে হয় আপনার কাছে!
তবেকি আমি ভুলে গেছি সে সব কথা!
যে চিত্র হারিয়েছি, ফেলে আসা সময়ে,
অথচ করিনি স্বীকার লজ্জাহীন ব্যর্থতা!