মুক্তির পথ নয় তো সহজ
ভয়ানক পিচ্ছিল!
মিথ্যার কাছে হারবার ভয়
সাথে মৃত্যুমিছিল!


পার্থিবের সাথে পারলৌকিক!
দু’ধারার দুই রূপ,
কল্যাণ যদি চাই গো মানুষ
মিতাচারী হই খুব।


তাগুতের পথ বড় আনন্দের
সুখ আর শুধু সুখ!
নিজেদের সাথে করি প্রতারণা
পরকালে আছে দুখ!


ভোগের রাজ্যে ডুবিয়েছি মাথা
ত্যাজিয়া সব শরম!
সত্যকে ভুলে প্রমথিত হয়েও
ছাড়িনি তবু অহম!


আসমানী বাণী করি না গ্রহণ
উল্টা ছাড়িয়া হুঙ্কার!
পিষে মারবার করি আয়োজন
আত্মগর্ব করি টঙ্কা’র!