মমতার গভীরতা নিবেদিত হোক ওদের তরে,
যারা এসেছে জমিনে অক্ষমতার দায় নিয়ে।
স্বপহীন মানুষের কাতারে উঠে বেদনার ঝড়!
স্খলিত সমাজে কে আর রাখে কার খবর!
ওদের কেউ কেউ জানে, ওরা উপেক্ষিত!
তাই তো অশ্রু হয়ে ঝরে অভিমান-আদর!


লোভ-মোহ আর যৌনতার সাগরে নিমজ্জিত
নিকৃষ্ট এ সভ্যতা ছড়িয়ে দেয় দুরাচার-উশৃঙ্খলতা!
কোথায় সে হৃদয়, যেখানে স্থান পাবে নৈরাশ্যতা!
ওরা উষ্ণতার ছোঁয়া চায় রঙের মেলায়!
যেখানে নিজেরাই থাকে অফুরন্ত ব্যস্ততায়!
তারই উপজাত হয়ে আসে অনুস্থ প্রজন্ম অজান্তে!


অবজ্ঞায় মুখ লুকায় মায়ের আঁচলে বিব্রত সন্তান!
ওরা জানেও না, কোথায় ওদের প্রশান্তির আশ্রয়!
তবুও বেঁচে থাকে, থাকতে হয় সম্ভাব্য আয়ুষ্কাল!
ওদেরও আবেগ আছে, আছে চাহিদার জঞ্জাল!
অথচ, অনাবিষ্ট মানুষ কত নিষ্ঠুর-বেখেয়াল!
কখনো ওদের চপলমতি বলে দেখায় আদিখ্যেতা,
কখনো বঞ্চিত করে ওদের বৈধ আকাঙ্খা থেকে!
কখনো লুটে নেয় চাহিদার সবটুকু লাঞ্ছিত করে!
কারণ, ওরা যে প্রতিবন্ধী! মর্ত্যে সারাবেলা!


“সহমর্মিতার সংবেদন”