যার হিংসা বেশি, সেই তো অসুখী!
সর্বদাই যে বঞ্চিত থাকে ইচ্ছা পূরণে-
কি এক ভ্রান্তির করালগ্রাসে বন্দী সে!
কেউ যদি সুখের সোপান বেয়ে উঠে
চোখের সমুখে তরতর করে উচ্চাসনে,
ফেটে হয় চৌচির বেশুমার আক্রোশে!
বেসামাল হয়ে করে আঘাত প্রাণপনে!
ভাষার শ্রাদ্ধ করে আভিজাতিক হয়ে!


কথায়-কথায় করে প্রতারণা, জোচ্চুরি!
নিজেকে চতুর ভাবতে নেই তার জুড়ি!
থেকে থেকে চালায় দাবার নিঁখুত চাল,
যখন-তখন সবার আগেই মারে ফাল!
অহম তার অনেক বেশি! ক্রুদ্ধ-ঝাল!
হঠাৎ করে ছোবল মারে, ভীষণ টাল!