ওরে ও সীমান্তপুরের পক্ষী-
তোরাও কি হয়ে গেলি অতীতের রক্ষি?
মানচিত্র করবে যারা রক্ষা;
তাদেরও হ’লো বুঝি, অনারোগ্য যক্ষা!
সেবার নামে করে সন্ত্রাস!
কি করে দেবে তারা, অন্যকে আশ্বাস!
কেড়ে নিলে দম-নিঃশ্বাস,
করবে না কেউ আর, কখনোই বিশ্বাস।
করিও না আর মিথ্যাচার,
ওই পারে ফেরেস্তা মটকে দিবে ঘাড়!
ষড়যন্ত্র করাতো ভাল নয়,
হেরে যাবি চিরতরে, পাবি না রে জয়।
কেউ কিন্তু হয় না অমর,
সাবধান! সামনেই আসছে মহাসমর!